শিরোনামঃ চল নিরালায়
কণ্ঠঃ অয়ন চাকলাদার / আতিয়া আনিশা
কথাঃ জনি হক
সুরঃ নাভেদ পারভেজ
ছায়াছবিঃ পরাণ
চল নিরালায়
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই
দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায়
চল নিরালায়
তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও
দেখিয়া রাখিব তোমায়
পিয়াসী মনের গালিচায়
শয়নে, স্বপনে, আষাড়ে, শ্রাবণে
তুমি প্রতিক্ষণে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
Cholo Niralai Bangla Song Lyrics
Prēmē hāsiẏā bhāsiẏā utalā hā'ōẏāẏa
cala nirālāẏa
cala nirālāẏa
mēghē uṛiẏā ghuṛiẏā
bhijiẏā chalāẏa
cala nirālāẏa cala nirālāẏa
parānē śaẏanē naẏanē naẏanē
tumi śudhu manē
prēmē hāsiẏā bhāsiẏā utalā hā'ōẏāẏa
cala nirālāẏa
cala nirālāẏa
mēghē uṛiẏā ghuṛiẏā
bhijiẏā chalāẏa
cala nirālāẏa cala nirālāẏa
āmi āra āmi na'i
tōmātē ḍubiẏā ra'i
diẏēchō pāgala kariẏā
uthāla pāthāla mana dariẏā
parānē śaẏanē naẏanē naẏanē
tumi śudhu manē
prēmē hāsiẏā bhāsiẏā utalā hā'ōẏāẏa
cala nirālāẏa
cala nirālāẏa
mēghē uṛiẏā ghuṛiẏā
bhijiẏā chalāẏa
cala nirālāẏa
cala nirālāẏa
tumi āra ēkā na'ō
āmātē miśiẏā ra'ō
dēkhiẏā rākhiba tōmāẏa
piẏāsī manēra gālicāẏa
śaẏanē, sbapanē, āṣāṛē, śrābaṇē
tumi pratikṣaṇē
prēmē hāsiẏā bhāsiẏā utalā hā'ōẏāẏa
cala nirālāẏa
cala nirālāẏa
mēghē uṛiẏā ghuṛiẏā
bhijiẏā chalāẏa
cala nirālāẏa cala nirālāẏa