Join Our Telegram Channel Contact Us Join Now!

Sad Status Bangla 2023

sad status bangla 2023. 1,000+ bangla sad facebook status download.

Sad status bangla 2023 বাংলা ভাষার বেশ কিছু স্টাটাস এই পোস্ট এ publish করেছি। this is the biggest collection of sad status bangla

Sad Status Bangla  2023


দুঃখ হচ্ছে মানুষের জীবনের এক গভীর অনুভূতি।  এই ব্যাথা সুধু সেই বোঝে যে অনুভব করে। অনেক সময় তা মুখে বলা যায় না।

সেই অনুভূতি গুলো আমরা বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যোমে শেয়ার করে থাকি। কিন্তু সমস্যা হলো বাংলা তে আমাদের মন মোত স্টাটাস খুজে পাই না। 

এই সমস্যার সমাধাণ করার জন্যোই আজকে আমি এই পোস্ট করছি। এখানে প্রায় ১,০০০+ দুঃখের বাংলা স্যাটাস আছে। এর মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগে সেটা কপি করে আপনার সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন।

আর আপনি চাইলে ফেজবুক বা ইস্টাগ্রাম এ আমাদের ছবি আপলোড করতে পারেন। এই সাইট থেকে ডাউনলোড করে আপলোড করবেন।


Sadness is a deep emotion in human life. Only those who feel this pain understand. Sometimes it cannot be said verbally.


We share those feelings through various social media. But the problem is that we can't find the status in Bengali.


I am writing this post today to solve this problem. Here are about 1,000+ sad bangla satus. Copy the one you like and share it on your social media.


And if you want, you can upload our pictures on Facebook or Instagram. Download and upload from this site.

preset bari



sad status bangla


“অতীতের চিন্তায় কখনো বন্দী হয়ে থেকো না , বরং ভবিষ্যত গড়ার কারিগর হও”

মন তুমি কাঁদছো কোনো প্রিয় জনের জন্য,
সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য,
কেঁদোনা আর মন তুমি চুপটি হয়ে যাও,

কষ্ট গুলো ভুলেগিয়ে বাড়ি ফিরে যাও।


 যেসব কারণে আপনি অনলাইন থেকে আয় করতে পারছেন না


মনে ছিলো কতো স্বপ্ন ,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।



 


কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরেযেতে চায়,
তবে তাকে যেতে দাও,
কখনো বাধা দিও না ,
মনে রাখবে,


নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে।


sad status bengali


মানুষের মুখের ভাষা যখন

অসহায় হয়ে যায়

তখন চোখের জল

কথা বলে। 



পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা


সবার নেই।




চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে
তোমার মত একা..!




কে রাখে কার খোঁজ..
নতুন পেলে সবাই নিখোঁজ।









জীবনের সেরা শিক্ষাটা
পাওয়ার জন্য,
কারো না কারো কাছে একবার


ঠকে যাওয়াটা খুব দরকার।

\


 





Sad Status Bangla


নিজেকে যদি শক্তিশালী করে

তুলতে চাও।

তাহলে একলা

কিভাবে থাকতে হয়,

তা শিখে নাও। 





Dak Diyechen Doyal Amare Bangla Song Lyrics


আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে,
কালকে আমি মরে গেলে রাগ দেখাবে কাকে,
বিধির বিধান এইরকমই একদিনতো যাব মরে,


বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোরে।



জন্ম হয় একবার মরণ হয় একবার,

ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,

যদি সব কিছু হয় একবার,

তবে আমি কেন মিস করি বারবার? 




emotional status bangla


Sad Status Bangla 2023
খারাপ সম্পর্ক,

ভালো মানুষকে বদলে দেয়।




সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।



আর্টিকেল লিখে মাসে ৭০,০০০ টাকা | Online Income BD by Writing Article


নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!






তুমি হারিয়ে গেছ তাতে কি?

তোমার মাঝে আমি এখনো

আছি, কি ভাবছো?

চোখ বন্ধ করে আমায়

অস্বীকার করতে পারবে কি?

ভালোবাসতে চেয়েছি,

ভালোবেসেছি, তুমি

ভালোবাসনি তাতে কি? 







তোমার মুখের হাসিটুকু লাগে আমার বেশ
তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার শেষ
রাজার জন্য রাজ্য আছে আমার জন্য তুমি
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি।





এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,

ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,

তা বোঝার মত কেউ নেই । 



sad status in bengali




কষ্ট গুলো লুকানোর জন্যে
সামান্য মিথ্যে হাসি আর
ভালই আছি
বলাটাই যথেষ্ট।







এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,

ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,

তা বোঝার মত কেউ নেই ।



 



ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া।





যেখানে স্বপ্ন আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।
Sad Status Bangla 2023


 







তুমি যদি ভালো থাকো
অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো
তোমার ভালো থাকায়।
Sad Status Bangla 2023








হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি,

খুলে দেখো দুটি আঁখি,

নীল আকাশে উড়ছে পাখি,

পাখিরা সবাই গান গেয়ে শোনায়,

আমি এখন ভাবছি তোমায়। 


 




সাগরের বুকে আছে হাজার ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য আলো দিবে যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন।
~আই মিস ইউ~




Amar Sonar Moyna Pakhi Bangla Song Lyrics

কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,

মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন!

তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি,

আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি! 



sad bangla status

 

Sad Status Bangla 2023
মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।




কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না..
জীবনে একটা কথা মনে রেখো,
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।








চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা।







হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকোতে পারেন!





যদি প্রিয়জন ভাব, ভুল বুঝোনা আমায়,
যদি আপনজন ভাব, দুঃখ দিও না আমায়,
যদি বন্ধু ভাব, ভুলে যেওনা আমায়।


ব্লগিং শুরু করা কি উচিত | Online Income BD by Blogging




যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!








এ শহরে বোঝার মানুষের থেকে,

ভুল বোঝার মানুষ বেশি।






আবেগ হল মোমবাতির মতো,
যা কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্যের মতো
যা কখনাে নেভে না।






একা ছিলাম একাই আছি একাই আমি থাকবো
তোমার স্মৃতি সারা জীবন বুকে করে রাখবো।




sad status bangla 2023



সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।





ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তো আমি ঝরে যাবো
সময়ের তালে তোমার মনে।






Cholo Niralai Bangla Song Lyrics | চল নিরালায়



একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?






ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তো বা আমি ঝরে যাবো
সময়ের তালে তোমার মনে।






লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷










চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় ।






সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।






সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।



bangla sad status for facebook


মধ্যবিত্ত ঘরের ছেলের
পকেট ভর্তি টাকা থাকে না!
থাকে মাথা ভর্তি টেনশন !




ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।





মধ্যবিত্ত ঘরের ছেলের
পকেট ভর্তি টাকা থাকে না!
থাকে মাথা ভর্তি টেনশন !






মানুষ চিনতে ভুল করেছি,

এখন মনে হয়
যাকে আমি আপন ভাবতাম,



সে তো আমার নয়।



Att ta Baje Deri Korish na Bangla Song Lyrics



ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়,
শুধু মেনে নেওয়া যায়না, তার চলে যাওয়ার কষ্টটা।







কষ্ট আমার বুক ভরা, কষ্ট আমার মনে।
কত কষ্ট এই মনে কেউ কি তা জানে?
কষ্ট আমার হাসিতে গো কষ্ট আমার কান্নায়,
তাইতো আমি দিবা রাত্রি ভাসছি কষ্টের বন্যায়।






ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
কামনা করি স্মৃতি ছাড়াই
ভালো থাকুক সে।


ভিডিও ডাউনলোড করে ৭০০ টাকা | Online Income BD by Dailymotio



কেউ ভুলে যায় না!
প্ৰয়োজন শেষ,
তাই আর যোগাযোগ রাখে না!



emotional status bengali





হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।







ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।






তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবারও
আমার খোঁজ নেয় না !!




ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষ গুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময় গুলো ।





নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে।




ei poth jodi na sesh hoy lyrics zee bangla serial


অশ্রু
সত্য ভালোবাসার শেষ উপহার।






তুমি বলেছিলে পৃথিবী বদলে
গেলেও বদলাবেনা তুমি,
সেই কথা বোকার মত বিশ্বাস
করেছিলাম আমি,
আজ পৃথিবী ঠিকই আছে
শুধু বদলে গেছো তুমি।






এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না।






মন তাকেই পছন্দ করে
যে ভাগ্যে থাকে না !


sad status bangla download




যদি পারিস ক্ষমা করিস ভুল বুঝিস না
দূর থেকে ভালোবাসবো কাছে যাবো না
এই জীবনে হয়তো তুই আমার হবি না
যতই দূরে থাকিস না কেন ভুলে যাবিনা।







খালি হাতে এসেছি, খালি হাতে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো,
বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়,
ক্ষনিকের মেলা-মেশা সবই অভিনয়।





আমি সেই পাখি যার বাসা নেই,
আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই,
আমি সেই সাগর যার তীরে পানি নেই,

আমি সেই মানুষ যার একটা মন আছে,



কিন্তু বোঝার মত কেউ নেই।




ছেড়ে দিলে যদি ভালো থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা ।





অবহেলা বোঝার জন্য
ভাষার প্রয়োজন হয়না
ব্যবহারই যথেষ্ট।






মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ ।






একসময় যার হৃদয়ে থাকতাম!
এখন তার ব্লকলিস্টে।






তীরটা যখন বুকে ঢুকলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলাম মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।


আমার মন মজাইয়ারে



কি অপরাধ ছিল আমার?
খুব বেশি ভালোবেসেছিলাম,
ইটা কি ছিল অপরাধ?
কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে এ রকম?






আমি সবার মন ভালো
রাখার চেষ্টা করি,
কিন্তু সবাই ভুলে যায়
আমারাে একটা মন আছে।



sad status bangla



নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।






কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …



ভিডিও দেখে ইনকাম দশ মিনিটে ১১৫ টাকা | Online Income BD by watching video


ভুল করে ভালবেসে ফেলা যায়
তবে ভুল করে কখনো
ভুলে যাওয়া যায় না।





কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …







এমন কাউকে জীবন সঙ্গী করো যে
তোমাকে ছাড়া তার জীবনে দ্বিতীয়
কোন ব্যক্তির কথা ভাবতেও পারে না।






চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !





স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে,
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে।




sad status bengali


চায়ের কাপে ভেজানো বিস্কুট
একটাই শিক্ষা দেয়।
কারোর প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেঙে পরতে হয়।








পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!






যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।






এখনো তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখনো তুমি আছো আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি,
এখনো আমি লোকালয় ছেড়ে নির্জনতায় তোমাকেই খুঁজি।






ভালোবেসে যারা জীবন দিয়ে চলে
গেছে তারাই ভালো করেছে,
তা না হলে প্রতিদিনই নতুন
করে মনের মৃত্যু হতো ।





দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।





হাজারো বেস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলি দেখো দুটি আঁখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শুনাই
আমি এখন ভাবছি তোমায়।




কাউকে এতটা অবহেলা করো না যে,
সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়।




পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সব চেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা ।


emotional status bangla




বিশ্বাস একটি ইরেজারের মতো,
এটি প্রতিটি ভুলের পরে ছোট এবং ছোট হয়ে যায়।







যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছিল
করে দিবে একদিন ।

Shada Shada Kala Kala bangla song Lyrics



দূর আকাশের মেঘের ফাঁকে হারিয়ে যদি যাও,
সেথায় যদি রূপ কথাতে নতুন বন্ধু পাও,
হাসতে হাসতে দেবো বিদায় বলবো ভালো থেকো,
সুখে থাকার অন্তরালে আমায় একটু মনে রেখো।






যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন






চোখ কখনও কখনও শব্দের চেয়ে

ভাল কথা বলে।








অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে ।

৩০ মিনিটে ১৫০ টাকা ইনকাম | Taka Income Apps

কাউকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে ।


sad status in bengali

যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবোনা সে বোকা ।
শুধু এটাই ভাববে যে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও ।








চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো ভালোবেসেছিলে ছিলে কেন?



প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকে যেন পায়,
কেননা অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায় ।



চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো ভালোবেসেছিলে ছিলে কেন?





অনেক গুলো রাত পার হয়ে গেলো
তোমার সাথে কথা বলি নি।
বাট এমন কোন রাত বাকি নেই,
যে তোমার কথা ভাবিনি




যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়
তখন মানুষ কাঁদেনা চুপ হয়ে যায়।







যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”


sad bangla status



অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে।





“ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়”



একদিন এ ১২৬০ টাকা ইনকাম | Online Income BD



সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।





“সে এসে বসুক পাশে
যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে
জানুক, প্রিয়তম অসুখ সে!”



bangla sad status for facebook




ভালবাসা এবং বিশ্বাস হারান না,
কারণ ভালোবাসা সবার কাছ থেকে আসে না,
এবং বিশ্বাস সবার উপরে থাকে না।


ei poth jodi na sesh hoy lyrics zee bangla serial


“ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।”




যাদের রাগ বেশি,
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়,
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়।





হ্যাঁ বদলে গিয়েছি,
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গিয়েছি ।




পৃথিবীতে সব থেকে
নির্লজ্জ হলো মানুষের মন।
ফিরবেনা জেনেও তার
অপেক্ষায় বসে থাকে।




গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে
আর মানুষ রং বদলায় সার্থ রক্ষার্থে ।





ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা হ​য়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।



emotional status bengali



তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি ।






পারলে আমার সব কিছু ফেরত দিয়ে দাও,
তোমার দেয়া কষ্টগুলো তুমি নিয়ে যাও,
আর পারছিনা কষ্ট সইতে সকাল কিংবা রাত,
যুদ্ধ করে ক্লান্ত আমি তোমার স্মৃতির সাথে।


Cholo Niralai Bangla Song Lyrics | চল নিরালায়




তুমি বেঁচে থাকো আমার সকল
ভাল লাগার কারণ গুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীত গুলোকে
আঁকড়ে ধরে ।








বিশ্বাস একটি ইরেজারের মতো,
প্রতিটি ভুলের পরে এটি আরও ছোট হয়ে যায়।







কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো
একসময় কলিজায়
আঘাত করে চলে যায়
এটাই বুঝি বাস্তবতা ।





কষ্টে ভরা জীবন আমার,
দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন।
তারার সাথে থাকি আমি,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।


Part Time Online Jobs for Student



sad status bangla download


ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালো থাকুক সে।





Att ta Baje Deri Korish na Bangla Song Lyrics




খালি হাতে এসেছি, খালি হাতে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো,
বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়,
ক্ষনিকের মেলা-মেশা সবি আভিনয়।







“খারাপ সঙ্গের চেয়ে
একাকীত্ব ভালো।





বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও,
সুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও








জীবণটা খুব কষ্টের.
কিন্তু কাউকে বুঝানো যায় না।
মনটা খুব অসহায়,
কিন্তু কাউকে দেখানো যায় না।






“অভিজ্ঞতা শুধু একটা জিনিস শিখিয়েছে,
নতুন ব্যথা হচ্ছে পুরনো ব্যথার ওষুধ।”







জীবন খুব ছোট তাই ,সেই ব্যক্তির সাথে বেশি সময় ব্যয় করুন,
যে আপনাকে সর্বদা সুখ এবং ভালবাসা দিতে চায়।




sad status bangla




নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!





"মৃত্যুর আগে যে মৃত্যু হয়, 

সেটাই কষ্ট কিংবা বেদনা।।"





ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।




বেহুলা গানের লিরিক্স- Behula Bangla Song Lyrics





আমার গল্পের শেষটা জুড়ে এখনো তুমি,
তাই তোমায় ঘিরেই আমার সব কাব্য।




আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ
আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।






পথ খুঁজে যায় পথের সীমানায়

আমার ঝাপসা চোখের বারান্দাতে

দীর্ঘ শ্বাসের জল 





নয়ন ভরা অশ্রূ আমার, দুঃখ ভরা মন,
এমন জীবন দেখলে বন্ধু, কে হবে আপন।
ভীষণ একা আছি আমি, থাকবো জনম ভোর,
যাকে আমি আপন ভাবি সে হবে পর।




সময় বদলে যায় জীবনের সঙ্গে

জীবন বদলে যায় সম্পর্কের সাথে

সময় বদলায় না আপনজনের সঙ্গে

শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে 






ভালোবাসার অনুভুতিগুলো

খুব আজব রকমের হয়

কখনো কষ্টের মাঝে লুকানো

সুখ খুঁজে পাওয়া যায় 





আকাশ অভিমান করলে বৃষ্টি হয়,
যদি অভিমান করলে বন্যা হয়,
চাঁদ অভিমান করলে অমাবস্যা হয়,
আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয়।



how to create google adsense account bangla tutorial

কার হার্টে কার বিট চলে,

কার আবেগে কে গলে,

কার চোখে কে অশ্রু ফেলে 






শহরটা আগের মতোই আছে শুধু বদলে গিয়েছে ,
আমার তুমিটা।




ভালোবাসা অন্যায় নয়,

কিন্তু ভালোবাসার নামে

অভিনয় করাটা অন্যায় 





রিসিভ না করা প্রতিটা কল
উত্তরঃ না দেওয়া প্রতিটা মেসেজ
এড়িয়ে যাওয়া প্রতিটা কথা
মন কে জানান দিচ্ছিল যে
সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি।


sad status bengali



ভালোবেসে যারা জীবন দিয়ে চলে

গেছে তারাই ভালো করেছে,

তা না হলে প্রতিদিনই নতুন

করে মনের মৃত্যু হতো 





একটি উজ্জ্বল হাসির পিছনে অন্ধকার রহস্য,
যা আপনি কখনই বুঝতে পারবেন না।



পথ খুঁজে পায় পথের সীমানায়

আমার ঝাপসা চোখের বারান্দাতে

দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী এখন

শুধুই সৃতির শতদল 




যাকে মন থেকে ভালোবাসা যায় না
তাকে ঘৃণা করা যায় না
তাকে ভুলে থাকা যায়,
শুধু তার দেওয়া কষ্ট গুলো
নিরবে বয়ে বেড়াতে হয়।


Amar Sonar Bangla Song lyrics


পৃথিবীর সবচেয়ে

দুর্বল স্থান হলো মন

আর সব চেয়ে দুর্বল

অস্ত্র ভালোবাসা 





.স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফোরালে।




emotional status bangla






কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না,
তেমন কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না।





যাকে ভালোবাসার নামে

আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,

তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু

আপনার চলার পথকে পিচ্ছিল

করে দিবে একদিন 





কাউকে একবার মন থেকে ভালোবেসে

দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর

চেয়ে অনেক কঠিন মনে হবে 





অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?




যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো

তাহলে ভেবোনা সে বোকা 

শুধু এটাই ভাববে যে সে তোমাকে

এতটাই বিশ্বাস করেছিল

যার যোগ্য তুমি নও 


how to create fiverr account bangla tutorial



তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।



প্রার্থনা করি

যারা যাকে ভালোবাসে

তাকে যেন পায়,

কেননা অসমাপ্ত ভালোবাসা

সত্যি খুব কাঁদায় 



sad status in bengali




অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে
বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে।




অনেক গুলো রাত পার হয়ে গেলো

তোমার সাথে কথা বলি নি।

বাট এমন কোন রাত বাকি নেই,

যে তোমার কথা ভাবিনি






যাকে আমি ভালবাসার যোগ্য করে তুলেছি,
সে এতটাই সক্ষম হয়ে উঠেছে যে ,
এখন আমরা তাদের সক্ষম মনে করে না।





যে মানুষ অন্যের অনুভূতির

মূল্য দিতে জানে না,

সে কখনো কাউকে

ভালোবাসতে পারে না।




Shada Shada Kala Kala bangla song Lyrics



পারলাম না তোমায় জড়াতে ভালোবাসার মায়ায়
তাইতো ইচ্ছে গুলো উড়িয়ে দিলাম
নিকোটিনের বিষাক্ত কালো ধোঁয়ায়।




যে মানুষ অন্যের অনুভূতির

মূল্য দিতে জানে না,

সে কখনো কাউকে

ভালোবাসতে পারে না।







যন্ত্রণা ও ত্যাগ ছাড়া সফল হতে পারবেন না।



sad bangla status




মানুষ তার সাথেই রাগ
অভিমান বেশি করে,
যাকে সে ভালোবাসে।







ভালোবাসা থাকা সত্ত্বেও

কিছু কিছু সম্পর্ক,

ভুল বোঝা বুঝির

কারণে নষ্ট হয়ে যায়









বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কে বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।



সে এসে বসুক পাশে

যেভাবে অসুখ আসে

তারপর হয়ে যাকযন্ত্রণা অনায়াসে।

তবুও আসুক সে

জানুকপ্রিয়তম অসুখ সে!





bangla sad status for facebook



প্রত্যেকেই ব্যস্ত তবে তাদের জীবনে যদি আপনার কোনও মূল্য থাকে তবে ,
তারা অবশ্যই আপনার জন্য সময় বার করবে।




ভালোবাসা এমন এক বদ অভ্যাস

যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ

পাবার জন্যে সারা জীবন কষ্ট

সইতে দ্বিধা বোধ করে না।






সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো হয়ে
গেছে এলোমেলো।




তুমি বেঁচে থাকো আমার সকল

ভাল লাগার কারণ গুলো নিয়ে

আমি না হয় বেঁচে থাকবো

তোমার সকল অতীত গুলোকে

আঁকড়ে ধরে 




Joi Bangla Bangla'r joi Bangla Song lyrics



সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন
একজন অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়।



তুমার আমার ভালোবাসা
একটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম।






সাথী হয়ে থেকো তুমি এই মনের ঘরে,
ভালোবাসার পরশ দিয়ে রাখবো যত্ন করে,
ফুলে ফুলে সাজিয়ে দিবো তোমার জীবন।
তুমি শুধু আমার দিও সুন্দর একটা মন।






যেই খাচাতে থাইকা

শিখলি প্রেমের মানেটা

সেই খাচাটা ছাইরা

যাইতেও কষ্ট পাইলি না 




কান্না আসে হৃদয় থেকে
মস্তিষ্ক থেকে নয়।



how to change twitter username



পথ খুঁজে যায় পথের সীমানায়

আমার ঝাপসা চোখের বারান্দাতে

দীর্ঘ শ্বাসের জল 





Girls sad status bangla




সত্যিকারের ভালবাসা সন্ধান করা কঠিন নয় তবে,
এটি বজায় রাখা খুব কঠিন।




সময় বদলে যায় জীবনের সঙ্গে

জীবন বদলে যায় সম্পর্কের সাথে

সময় বদলায় না আপনজনের সঙ্গে

শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে 






একদিন কোথাও হারিয়ে যাব আমায় খুঁজে পাবে না
দেখে নিও আমায় ছাড়া তুমি খুশি হবে না।




ভালোবাসার অনুভুতিগুলো

খুব আজব রকমের হয়

কখনো কষ্টের মাঝে লুকানো

সুখ খুঁজে পাওয়া যায় 






বলার ছিল অনেক কথা বলা হল না
মনে ছিল অনেক ব্যথা কেউ বুঝলো না।





“যদি কষ্টগুলো বিক্রি করা যেত,
তাহলে পৃথিবীর সব চাইতে
ধনী ব্যক্তি হতাম আমি।”







যে সর্বদা সত্য বলে,
বেশিরভাগ মানুষই কেবল তাকে ঘৃণা করে।




কার হার্টে কার বিট চলে,

কার আবেগে কে গলে,

কার চোখে কে অশ্রু ফেলে 





Sad Status Bangla 2023



নীরবতা সবচেয়ে বেশি
শক্তিশালী চিৎকার।



আমার এই মনটা শুধু তোমার কাছেই থাকে
যত্ন করে রেখে দিও ফেলে দিও না ফাঁকে।



ভালোবাসা অন্যায় নয়,

কিন্তু ভালোবাসার নামে

অভিনয় করাটা অন্যায় 




Boys sad status bangla


বেহুলা গানের লিরিক্স- Behula Bangla Song Lyrics


প্রতিটি অন্ধকার রাতের পরে,
একটি উজ্জ্বল দিন আপনার জন্য অপেক্ষা করছে।




পথ খুঁজে পায় পথের সীমানায়

আমার ঝাপসা চোখের বারান্দাতে

দীর্ঘ শ্বাসের জল,

আমার মুঠোয় বন্দী এখন

শুধুই সৃতির শতদল 





যেখানে সে একসময় থাক্ত,
সেখানে এখন ব্যাথা থাকে।



পৃথিবীর সবচেয়ে

দুর্বল স্থান হলো মন

আর সব চেয়ে দুর্বল

অস্ত্র ভালোবাসা 





আমরা যার যত্ন সব থেকে বেসি নিই,
প্রায়শই তারাই আমাদের ভুল বুঝে।





যাকে ভালোবাসার নামে

আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,

তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু

আপনার চলার পথকে পিচ্ছিল

করে দিবে একদিন 





কিছু জিনিস বোঝার জন্য এটি হৃদয় লাগে,
সেটাও ভেঙে গেছে।





যদি মনের অনুভূতি ঠিক থাকে

তাহলে সম্পর্কটাও থাকে আজীবন






যারা ভাতর থেকে মারা যায় ,
সেই লোকেরা অন্যকে বাঁচতে শেখায়।





যে ব্যক্তি সকলকে খুশি রাখার চেষ্টা করে,
সে প্রায়শই একাকী বোধ করে।




Health & Beauty Tips Bangla

sad status bangla




অপেক্ষা তো সেই করে,

যে কাউকে মন থেকে

ভালোবাসে 



আমরা কখনও কখনও কারও চোখে খুব বিশেষ ছিলাম,
তবে চোখের দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগে কোথায়?



“জীবনের সবচেয়ে খারাপ জিনিস হল আমরা যাকে ভালবাসি তাকে হারানো নয়,
বরং কাউকে খুব বেশি ভালোবাসতে গিয়ে নিজেকে হারানো।”



বাধ্যবাধকতাগুলি লুকানো হয় যখন কোনও ব্যক্তি বলে,
আমাকে একা থাকতে দাও।



কাউকে একবার মন থেকে ভালোবেসে

দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর

চেয়ে অনেক কঠিন মনে হবে 




প্রতিটি মানুষ সময় সাথে চলে যায়,
তবে একমাত্র বন্ধু, যে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করে।



প্রেম এমন একটি গণিত যার মধ্যে,
দুজনের একজন যদি চলে যায় তবে কিছুই বাকি নেই।



যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো

তাহলে ভেবোনা সে বোকা 

শুধু এটাই ভাববে যে সে তোমাকে

এতটাই বিশ্বাস করেছিল

যার যোগ্য তুমি নও 



sad status bengali


প্রতারণার জন্য আপনাকে ধন্যবাদ কারন,
তুমি না থাকলে আমি পৃথিবী বুঝতে পারতাম না।



অনেক গুলো রাত পার হয়ে গেলো

তোমার সাথে কথা বলি নি।

বাট এমন কোন রাত বাকি নেই,

যে তোমার কথা ভাবিনি



কখনো কখনো একা থাকা ভালো,
কেউ আপনাকে আঘাত করতে পারবে না।




যে মানুষ অন্যের অনুভূতির

মূল্য দিতে জানে না,

সে কখনো কাউকে

ভালোবাসতে পারে না।




কাজু বাদামের উপকারিতা ও অপকারিতা





কখনও কারও কোলে মাথা রেখে ঘুমোবেন না কারণ,
সে যখন চলে যাবে তখন, সিল্কের বালিশে ঘুমানো মুস্কিল হয়ে পরবে।





ভালোবাসা থাকা সত্ত্বেও

কিছু কিছু সম্পর্ক,

ভুল বোঝা বুঝির

কারণে নষ্ট হয়ে যায়






প্রেম এবং কাজের মধ্যে কোন পার্থক্য নেই,
মানুষ কাঁদতে থাকবে, কিন্তু সে ছাড়বে না।





সে এসে বসুক পাশে

যেভাবে অসুখ আসে

তারপর হয়ে যাকযন্ত্রণা অনায়াসে।

তবুও আসুক সে

জানুকপ্রিয়তম অসুখ সে!”






রাতের অন্ধকারে প্রত্যেকে কাউকে মনে করে,
সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে তোমাকে মনে করে তাকে ভালোবাসা বলা হয়।


Att ta Baje Deri Korish na Bangla Song Lyrics



ভালোবাসা এমন এক বদ অভ্যাস

যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ

পাবার জন্যে সারা জীবন কষ্ট

সইতে দ্বিধা বোধ করে না।


emotional status bangla


বিশ্বাস একটি ইরেজারের মতো,
প্রতিটি ভুলের পরে এটি আরও ছোট হয়ে যায়।



তুমি বেঁচে থাকো আমার সকল

ভাল লাগার কারণ গুলো নিয়ে

আমি না হয় বেঁচে থাকবো

তোমার সকল অতীত গুলোকে

আঁকড়ে ধরে 




আমার জীবন আপনার সাথে শুরু হয়নি তবে,
আমি আশা করি এটি আপনার সাথেই শেষ হয়।



তুমি ভাবছ আমি বদলে গেছি।
সত্যি বোলতে
তুমি আমাকে সত্যিকারের চিনতে পারোনি।




সীমা ছাড়িয়ে যে বেশি সময় দিয়েছে,
সেই সময়ের সাথে পাল্টে গেছে।



সুখী সবুজ বনের ছোট্ট পাখি,
অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন।
আপন মনে ঘুরে বেড়ায়
নীল আকাশের বুকে।
তাইতো নিজে দুখী হয়েও,
সুখী সবার চোখে…



ভালবাসা এখনও তার উপর একই,
সে কেবল এটি উপলব্ধি করতে পারবেন না
এবং আমি এটি প্রকাশ করাও বন্ধ করে দিয়েছি।



হৃদয়ের সম্পর্কের কোনও নাম নেই,
এটি বিশ্বাস করা হয় যে, এটির কোনও পরিণতি হয় না,
যদি উভয় পক্ষেই এটি পূরণ করার ইচ্ছা থাকে তবে কোনও সম্পর্ক ব্যর্থ হয় না।



তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না,
কেবল একটি মৃত্যু আছে যা আমি প্রতিশ্রুতি দিই না।



কখনও কখনও উদ্দেশ্যটি কেবল বন্ধুত্বের জন্য থাকে এবং ,
এটি কখন ভালবাসা হয়ে যায় তা জানা যায় না।



ভাগ্যের ভালবাসা,
দরিদ্রের বন্ধুত্ব কখনই প্রতারণা করে না।



কাউকে কী বলব যে আমরা কতটা অসহায়,
আমি কেবল একজনকে ছেয়াছিলাম এবং এখন আমি তার থেকে দূরে রয়েছি।



আমি আমার জীবন বন্ধক রাখব,
আপনি শুধু হাসি দাম বলুন।


Amar Sonar Bangla Song lyrics

sad status in bengali




আমি ভালবাসার অর্থ জানি না,
কিন্তু যখন তোমাকে দেখি তখন আমার হৃদয় প্রহার শুরু করে।



প্রেমে লোকসান হবে এমন সন্দেহ ছিল,
তবে সব কিছু আমাদের হবে বলে জানা গেল না।



অপেক্ষার বহিঃপ্রকাশ দেখায় না,
ভালোবাসা কত গভীর।



Nature Leaf – Cashew Nut Whole – 200g (Kaju Badam)





ব্যথা কখনই কমে না,
এটি সইতে সইতে অভ্যস্ত হয়ে যায়।



একটা সময় ছিলো যখন আমি রাগ করতাম, তখন সবাই জানত,
আর আজ আমি ভিতরে মরে গেলেও কেউ জানবে না।



বিশ্বাস যখন ভেঙে যায় তখন,
ক্ষমা করার কোনও কারণ নেই।



আমি মারা গেলে কেউ খুব বেশি মনে রেকবে না,
কেবল একাকীত্ব কাঁদবে যে আমার বন্ধুটি চলে গেছে।



আমি এখনই কিছু বলব না যতক্ষণ না তুমি আমার অনুপস্থিতি বোধ করেন,
আমি তোমাকে ছাড়া আমার জীবন কাটাতে পারি,
তবে আমি বাঁচতে পারব না।



এমন কেউ থাকতে পারে যে জরিয়ে ধরে বলবে,
তোমার বেদনা আমাকেও কষ্ট দেয়।



কেউ চলে গেলে কেউ মারা যায় না,
সময় সবাইকে বাঁচতে শেখায়।



কেন যে মানুষ তার জন্য কাঁদে,
যে আন্নু জোনকে ভালোবাসা।



চোখ তোমাকে দেখেছিল, এবং আমার মন পছন্দ করেছিল,
আমাকে বল,আমি কি আমার চোখগুলি সরিয়ে ফেলব, না আমের মন।



অবশ্যই জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন ,
তবে কারও বিশ্বাসের সদ্ব্যবহার করবেন না।



জীবন আমাদের সর্বদা একটি জিনিস শিখিয়েছে যে ,
আমরা সর্বদা কারও জন্য বিশেষ হতে পারি না।



মোহাব্বতের উদাহরণে আমি কেবল এটিই বলব…
কিছু অযাচিত অপরাধের জন্য অনাদায়ী শাস্তি।



আজ এত বছর পরে সে আমাকে বলল যে আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
আমি কেবল এটাই বলব যে প্রেমকে ভুল বলা হয় না।



আজ শরীরে প্রাণ না থাকলে মানুষ তা দেখতে পায় না ,
তবে আত্মা চলে গেলে মানুষ কাফনের পাতা সরিয়ে দেখবে।



কেউ হারিয়েছেন ভাগ্য,
কিছু ভেঙে গেছে স্বপ্ন ,আর কিছু মানুষ আমাকে ভুলে গেছে।



Joi Bangla Bangla'r joi Bangla Song lyrics



প্রেমের ব্যবসা বন্ধ হয়ে গেছে স্যার।
লাভের মধ্যে পকেট জ্বলে ও ক্ষতি হয়।




কেউ আমার দুঃখ বুঝতে পারেনি কারণ আমি হাসতাম।



প্রতারণার জন্য আপনাকে ধন্যবাদ,
হে আমার হারানো বন্ধু,
নাহলে জীবনের অর্থ বোঝা জেতনা।



সম্পর্কের শেষ হতে পারে তবে,
ভালোবাসা কখনই শেষ হতে পারে না ।



মানুষ কেবলমাত্র একাকী হয় যখন,
তার নিজের লোকেরা যখন তাকে ভুল বুঝতে শুরু করে।



মনে প্রবেশের একটি উপায় আছে তবে যাওয়ার কোনও উপায় নেই,
তাই কেউ যখন মন থেকে চলে যায় তখন সে তার মন ভেঙে দেয়।



আমার প্রচেষ্টা কখনও সফল হয়নি ,
প্রথমে তোমাকে পেয়ে,তারপর তোমাকে ভুলে যেতে।



আমি তোমার কাছ থেকে অনেক দূরে যেতে গিয়েছিলাম,
তবে তোমার স্মৃতি ছাড়া আর কিছু পেলাম না।




পরিস্থিতি শিক্ষা দেয়,শুনতে এবং সহ্য করতে ,
নাহলে প্রতিটি মানুষ প্রকৃতির রাজা ।



Online Income bd website- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার সাই




চুপ করে থাকাই ভাল,
মানুষ প্রায়শই শব্দের ভুল অর্থ গ্রহণ করে।




একটা সন্দেহ ছিল যে প্রেমে ক্ষতি হবে,
তবে জানা ছিল না যে সবকিছুই আমার হবে।




জীবনে কেন এমন হয় আমরা যাকে খুব ভালোবাসি,
জীবন তাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।



sad status bangla



কেউ আমার দুঃখ বুঝতে পারলে
অকারনেই আমি হাসতাম।




চুপ করে থাকাই ভাল,
মানুষ প্রায়শই শব্দের ভুল অর্থ বার করে।





একজনই আমাকে বুঝতে পেরেছিল,
এখন সেও জ্ঞানী হয়ে উঠেছে।



আশ্চর্যজনকভাবে এই পৃথিবীর ভিড় রয়েছে তবু সবাই একা।




আমার ক্ষত আপনার চেয়ে ভাল,
যত কষ্ট সহ্য করতে পারি ততটা কষ্ট দেয়।




প্রায়শই এটির অভ্যাস তৈরি করে,
মানুষ চলে যায়।




আমার শহরে বৃষ্টি হচ্ছে,
কখনও মেঘের সাথে আবার কখনও চোখ দিয়ে।

Amar Sonar Bangla Song lyrics


বাধ্যবাধকতাগুলি লুকানো হয় যখন কাউ বলে,
আমাকে একা থাকতে দাও !!




তুমি বুঝতে পার নি এবং বুঝতে চাও না,
”তুমি ছাড়া” আমি তোমার কাছ থেকে কী চেয়েছিলাম .. !!





আমি দু: খিত কিন্তু তোমার সাথে রাগ করছি না,
আমি তোমার অন্তরে আছি তবে যাই হোক তোমার সাথে নেই,
সব কিছু আমার কাছে আসে তবে তোমার মতো বিশেষ কেউ নেই।





আমি প্রতিদিন হাসতাম,
তবে সুখের সময় কেটে গেছে।





যাদের হাসি সুন্দর,
তাদের ‘ক্ষত’ খুব গভীর।



Online Income bd - বাংলাদেশের বেষ্ট অনলাইন ইনকাম এর ওয়েবসাইট



এটা করবেন না,
আমি কাউকে অনেক ভালোবাসি,
যারা ভালোবাসার সাথে কথা বলে না তারা কী করবে।



আমি আমার জীবন এভাবে নীরবে কাটিয়েছি,
ধড়কানও জানত না যে হৃদয় কাঁদছে।








Rate this article

Loading...

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.